মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ফরিদপুর-৪ আসন

নির্বাচনে দাঁড়ানো সাত প্রার্থীর পাঁচজনকেই চেনেন না কেউ

অজয় দাস, ভাঙ্গা (ফরিদপুর)

কুয়াশাচ্ছন্ন সকালে চায়ের দোকানে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দরিকৃষ্ণপুর গ্রামের ভ্যানচালক রাজ্জাক মিয়া (৫৩) জানতে চান, ফরিদপুর-৪ আসনে কতজন প্রার্থী এবার নির্বাচনে লড়ছেন? উপস্থিত লোকজন দুজনের নাম বললেও বাকি কারা প্রার্থী হয়েছেন জানেন না। শুধু চায়ের দোকানে উপস্থিত ভোটাররাই নন, এ চিত্র পুরো নির্বাচনি এলাকার। রাজ্জাকের মতো ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের নতুন ভোটার কলেজছাত্র রফিকুল ইসলাম, ভাঙ্গা পৌর শহরের ব্যবসায়ী নুরুল হকসহ অনেকেই গণমাধ্যমকর্মীদের কাছে অন্য পাঁচ প্রার্থীর পরিচয় জানতে চান। তারা শুধু দুই প্রার্থীর পরিচয়ই জানেন। ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন। এ আসনে প্রার্থী সাতজন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী, দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সর্বজনীন পরিচিতি রয়েছে নির্বাচনি এলাকায়। এ ছাড়া বাকি পাঁচজন তিন উপজেলার সব শ্রেণির মানুষের কাছেই অপরিচিত। এ পাঁচ প্রার্থী কারা এবং কোন দলের- এমন জিজ্ঞাসা সাধারণের মুখে মুখে। পাঁচজনের মধ্যে দু-এক প্রার্থীর পোস্টার অবশ্য হঠাৎ কোথাও চাখে পড়ছে।

সাধারণ ভোটারের অনেকেই বলেছে, যাঁরা নির্বাচিত হবেন তাঁরা দেশের জন্য আইন তৈরি করবেন, এলাকার উন্নয়ন করবেন। অথচ এবার নির্বাচনে এমন পাঁচজন দাঁড়িয়েছেন, যাদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় নেই, যোগাযোগও নেই।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বী অন্য পাঁচজন হলেন বাংলাদেশ কংগ্রেসের নাজমুন নাহার (ডাব), তৃণমূল বিএনপির প্রিন্স চৌধুরী (সোনালি আঁশ), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাকসুদ আহম্মেদ মাওলা (ফুলের মালা), জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন (লাঙল) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আলমগীর কবির (একতারা)।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর