মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

১০ প্রতিদ্বন্দ্বী ছালামের মাঠে মাত্র তিনজন

চট্টগ্রাম-৮ আসন

ইমরান এমি, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালামের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে গোটা এলাকা। প্রতিটি অলিগলিতে গণসংযোগও করছেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ১০ প্রার্থী থাকলেও তাদের মধ্যে সরব রয়েছেন মাত্র তিনজন। তারা হলেন- জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সোলায়মান আলম শেঠ ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের বিজয় কুমার চৌধুরী। আসনটিতে লড়াই হবে ত্রিমুখী। অন্যরা কেতাবে আছে তবে মাঠে নেই। তিনজনের বাইরে যারা আছেন তারা অনেকটা কাগজে কলমে। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মহিবুর রহমান বুলবুল, কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকে মো. ইলিয়াছ, বিএনএফের টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদ, এনপিপির আম প্রতীকে কামাল পাশা। অন্য তিনজনের মধ্যে তৃণমূল বিএনপির সোনালি আশ প্রতীকের সন্তোষ শর্মা, ইসলামিক ফ্রন্টের চেয়ার প্রতীকের সৈয়দ ফরিদ উদ্দীন ও ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের আবদুন নবীর কিছু পোস্টার কয়েক জায়গায় দেখা মিলছে। বাকিরা প্রচারণায় নেই, নেই মাইকিং বা গণসংযোগেও। স্থানীয় ভোটাররা বলছেন, এই আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী দুই আওয়ামী লীগ নেতা আবদুচ ছালাম ও বিজয় কুমার চৌধুরী সুবিধাজনক অবস্থানে আছেন। জাতীয় পার্টিকে ছাড় দিলেও দলটির প্রার্থী সোলায়মান আলম শেঠ বেকায়দায় রয়েছেন দুই স্বতন্ত্র নিয়ে। ফলে অন্য প্রার্থীরা মাঠে-ময়দানে না থাকলেও এই তিন প্রার্থী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। একই দৃশ্য গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি ও বাকলিয়া) আসনে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরীর পোস্টার, ব্যানার ও ক্যাম্প অফিস পুরো এলাকাজুড়ে। তার প্রতিদ্বন্দ্বী ছয়জন থাকলেও দুয়েকজন ছাড়া বাকিদের প্রচারে দেখা মিলছে না। নওফেল এ আসনের বর্তমান এমপি ও শিক্ষা উপমন্ত্রী। এই চিত্র শুধু দুই আসনের নয় চট্টগ্রামের ১৬ আসনের প্রায় সবকটি আসনে দেখা মিলছে এমন চিত্র।

তার মধ্যে চট্টগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তার মধ্যে মূল লড়াইয়ে আছেন দুজন। চট্টগ্রাম-২ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ে চারজন, চট্টগ্রাম-৩ আসনে ৮ প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী, চট্টগ্রাম-৪ আসনে আটজন প্রার্থীর মধ্যে সরব রয়েছেন তিনজন, চট্টগ্রাম-৫ আসনে আটজন প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ে আছেন তিনজন, চট্টগ্রাম-১০ আসনে নয়জন প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ে তিনজন, চট্টগ্রাম-১১ আসনে সাতজন প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ে দুজন, চট্টগ্রাম-১২ আসনে নয়জনের মধ্যে সরব চারজন, চট্টগ্রাম-১৪ আসনে আট প্রতিদ্বন্দ্বীর মধ্যে সরব চারজন, চট্টগ্রাম-১৫ আসনে সাতজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সরব দুজন ও চট্টগ্রাম ১৬ আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সরব রয়েছেন তিনজন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর