মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শান্তিপূর্ণভাবে ভোটবিরোধী জনমত গঠনে অসুবিধা নেই : সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ভোট বর্জনকারী দলগুলোকে উদ্দেশ করে বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোট বিরোধী জনমত সৃষ্টিতে কোনো অসুবিধা নেই। কিন্তু সহিংস পন্থায় জনমত তৈরির চেষ্টা করা হলে যে সংকট দেখা দেবে সেগুলো মোকাবিলা করতে হবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচারিক ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, কিছুটা গন্ডগোল, সহিংসতার মধ্য দিয়ে নির্বাচনি উত্তাপ তৈরি হতে পারে। এগুলো খুব বেশি ধর্তব্যের মধ্যে পড়ে না। তবে যেটি অসহনীয় সহিংসতা সেটি প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন সর্বজনীন হয়ে ওঠেনি। ২০১৮ সালের নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। পরে সেই নির্বাচন নিয়ে বিতর্ক হয়েছে। নির্বাচনগুলো নিয়ে জনগণের ধারণাটা ইতিবাচক হয়নি। নির্বাচন শুধু সুষ্ঠু হলে হবে না, বিশ্বাসযোগ্য হতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে আন্তর্জাতিক মাত্রা রয়েছে সেটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে তুলে ধরতে হবে। সুতরাং, জনমনে ভীতির সৃষ্টি করে এমন কোনো সহিংসতাকে কোনোভাবেই বরদাস্ত করা উচিত হবে না। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্য নির্বাচন কমিশনার, আইন ও বিচার বিভাগের সচিব, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর