মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনে অঘটন ঘটায় অতি উৎসাহী কর্মীরা

ইসি আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে মাঠে অপ্রীতিকর অনেক ঘটনা ঘটে। এ অঘটনগুলো ঘটে অতি উৎসাহী, পথভ্রষ্ট কিছু কর্মী এবং সন্ত্রাসীদের কারণে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে আহসান হাবিব খান বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নামা প্রার্থীরা উচ্চ বংশের ও মেধাবী। কিন্তু আমরা জানি যে, অনেক সময় বাঁশের চেয়ে কঞ্চি বড় হয় অথবা সূর্যের চেয়ে বালু গরম হয়। ঠিক তেমনিভাবে নির্বাচনের মাঠে কিছু অতি উৎসাহী, পথভ্রষ্ট কর্মী ও সন্ত্রাসীর কারণে অপ্রীতিকর ঘটনার জন্ম হয়। এগুলো দমনের জন্য আপনারা মাঠে থাকবেন। এবারের নির্বাচনটা এমনভাবে অনুষ্ঠিত করতে হবে যেন, ভবিষ্যৎ প্রজন্মের যারা নির্বাচনি দায়িত্ব পালন করবেন তাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর