মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নৌকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে কাঁচি

রাজশাহী-২ আসন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-২ (সদর) আসনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। কিন্তু তাঁর পক্ষে মাঠে নামেনি আওয়ামী লীগের একাংশ। কেন্দ্রীয় একজন নেতার ইন্ধনে এ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান। ফলে উত্তেজনা নির্বাচনি এলাকায়। আসনটিতে ১৪ দলের নৌকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে আওয়ামী লীগ নেতার কাঁচি। নগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালের নেতৃত্বে আওয়ামী লীগের একাংশ প্রচার চালাচ্ছে শফিকুর রহমানের কাঁচি প্রতীকের। শফিকুর রহমানের নির্বাচনি অফিসও করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ের পাশে। তবে ভোটের মাঠের চিত্র বদলে যাচ্ছে গত শনিবার থেকে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার মাঠে নামার পর নৌকার পালে হাওয়া লেগেছে।

ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে ১৪ দলের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় ১৪ দলের যিনি সমন্বয়ক, তিনি নৌকার বিরোধিতা করে মাঠে প্রচারে নেমেছেন। একটি অংশ প্রকাশ্যে নৌকার বিরোধিতা করছে। তিনি বিষয়টি কেন্দ্রে জানিয়ে ডাবলু সরকারকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতীক নৌকা। সেটি বদলে এখন কাঁচি হতে পারে না। ভোটাররা নৌকাতেই ভোট দেবে। যারা কাঁচি কাঁচি করছেন, তারা জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করছেন।’

রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়েছিল। প্রতীক বরাদ্দের দিনে সর্বোচ্চ আদালত তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেন। তিনিও সকাল থেকে রাত পর্যন্ত প্রচার চালাচ্ছেন। শফিকুর রহমান বলেন, ‘এটা আদর্শিক জোট। নির্বাচনি জোট নয়। তাঁরা (ফজলে হোসেন বাদশা) নৌকা চেয়েছিলেন, পেয়েছেন। নির্বাচনের বিষয়টি আলাদা।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর