মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুই চেয়ারম্যানের বিরুদ্ধে ভোট প্রদানে নিরুৎসাহিত করার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

আসন্ন নির্বাচনে মেহেরপুর-২ আসনে এলাকার দুজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ভোট প্রদানে ভোটারদের নিরুৎসাহিত করার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ( ট্রাক) সাবেক এমপি মকবুল হোসেন। গতকাল দুপুরে গাংনী শহরের তার নির্বাচনি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বামুন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও সাহারবাটির ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ভোটারদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ভোট প্রদানে নিরুৎসাহিত করছেন।  ফোন রিসিভ না করায় দুই চেয়ারম্যানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম স্বপন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনসহ আওয়ামী লীগের নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর