মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে খণ্ডকালীন চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎকারী চক্রের এক প্রতারককে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। ইয়াসীর হিমেল (৩০) নামে ওই ব্যক্তির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড জব্দ করা হয়। গতকাল দুপুরে অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের এসপি মাহফুজুল আলম রাসেল এসব জানিয়েছেন। তিনি জানান, রবিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাউদপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াসীর অনলাইনে খণ্ডকালীন চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। পরে আরাফাত হোসেন নামে একজন প্রতারণার শিকার হয়ে রাজধানীর রামপুরা থানায় একটি মামলা করেন। ভুক্তভোগীর অভিযোগ, গত ২৮ অক্টোবর তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ আইডিতে বিজ্ঞাপন দিয়ে একটি খুদে বার্তা পাঠানো হয়।

পরে তিনি অফারে সাড়া দিলে, প্রতারক চক্রের সদস্যরা তাকে প্রথমে গুগল ম্যাপ রিভিউ, অনলাইন ভোটিং সিস্টেম আপগ্রেডেশনের মতো কিছু সহজ সোশ্যাল ওয়েলফেয়ার টাস্ক দেয়। টাস্কগুলো সম্পন্ন করার পর প্রতারক চক্রটি তার বিকাশ নম্বরে ৪৫০ টাকা পাঠায়। পরে ভুক্তভোগী আরাফাত হোসেনকে একটি টেলিগ্রাম আইডিতে যুক্ত করা হয়। ২৯ অক্টোবর প্রতারকদের নির্দেশনা অনুসরণ করে তাদের দেওয়া বিকাশ নম্বরে ২ হাজার টাকা পাঠানোর পর অভিযোগকারীকে বিকাশে ২ হাজার ৮০০ টাকা লভ্যাংশ হিসেবে দেওয়া হয়। এভাবে লভ্যাংশের লোভ দেখিয়ে অভিযোগকারীর কাছ থেকে দুই ধাপে আরও ৫ হাজার টাকা ও ১৮ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে ওই টাকার লভ্যাংশ চাইলে প্রতারকরা তাকে জানায়, লভ্যাংশসহ আগের টাকা ফেরত পেতে হলে তাকে আরও ৩৬ হাজার টাকা পাঠাতে হবে। এরপর পাঠানো টাকা ফেরত পাওয়ার আশায় আরাফাত হোসেন প্রতারক চক্রের দেওয়া একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে আবারও কয়েক দফায় মোট ১ লাখ ৪৯ হাজার টাকা পাঠালে তারা যোগাযোগ বন্ধ করে দেয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর