শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ভোট সংক্ষেপ

‘ভোট কেন্দ্রে সবাই যাব আমার ভোট আমি দেব’

১১১ সাংস্কৃতিক সংগঠনের যৌথ বিবৃতি

সাংস্কৃতিক প্রতিবেদক

দেশের জাতীয় ভিত্তিক ফেডারেশনসহ নাটক, সংগীত, আবৃত্তি ও নৃত্যের ১১১টি সাংস্কৃতিক সংগঠন এক যৌথ বিবৃতিতে জাতীয় সংসদ নির্বাচনে সব সংস্কৃতি কর্মী এবং দেশবাসীকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংবিধানপ্রদত্ত ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ এবং ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে। ‘ভোট কেন্দ্র্রে সবাই যাব, আমার ভোট আমি দেব’ স্লোগানে তারা এ যৌথ বিবৃতি গণমাধ্যমে পাঠায়। বিবৃতিদাতা সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে আছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সংস্থা, ডিরেক্টরস গিল্ড, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রভৃতি।

 

 

 

সর্বশেষ খবর