রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাজশাহীতে মোতায়েন থাকবে ১৮ প্লাটুন সেনাসদস্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে প্রতিটি কেন্দ্রে তিনজন পুলিশ সদস্য ও চারজন আনসার দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন পুলিশ সদস্য থাকবেন। রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে ১৮ প্লাটুন সেনাবাহিনী, ২২ প্লাটুন বিজিবি, ৩ হাজার ১৮৫ জন পুলিশ, ৯৬ জন র‌্যাব ও ৯ হাজার ২৪০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ৪৫ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নির্বাচনি অনুসন্ধান কমিটি দায়িত্ব পালন করবেন।

গতকাল দুপুরে রাজশাহীর মাদরাসা মাঠে ভোটের সরঞ্জাম বিতরণে এসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৪৯ জন মাজিস্ট্রেট নির্বাচনে বিচারিক দায়িত্বে থাকবেন।

এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস জানিয়েছে, রাজশাহী বিভাগে ১ হাজার বিজিবি সদস্য, পুলিশ ২০ হাজার, সেনা সদস্য ৩ হাজার ৭০০ এবং ৬৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ৪৫০ জন মাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর