শিরোনাম
বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিলেটে মাদকের খোঁজে গিয়ে মিলল অস্ত্র

হোটেল কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মাদকের খোঁজে অভিযান চালানো হয়েছিল আবাসিক হোটেলে। অভিযানে মাদক মেলেনি, মিলেছে আগ্নেয়াস্ত্র। বিদেশি রিভলবারসহ আটক হয়েছে ওই হোটেলের এক কর্মচারী। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগরীর ধোপাদিঘির উত্তরপাড়স্থ হোটেল অনুরাগের চতুর্থ তলার একটি কক্ষ থেকে শাওন ইসলাম পাবেল নামের ওই কর্মচারীকে আটক করা হয়। সে বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের আবদুল মতিনের ছেলে। পাবেল ওই হোটেলের কর্মচারী। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ে একজন হোটেল অনুরাগে অবস্থান করছে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালায়। এ সময় হোটেলের ৪র্থ তলার স্টাফদের থাকার কক্ষে তল্লাশি চালালে শাওন ইসলাম পাবেল নামের ওই কর্মচারী পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল জব্দ করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাবেল জানিয়েছে সে ওই আগ্নেয়াস্ত্রের বাহক। অন্য একজনকে হস্তান্তরের জন্য একজন তার কাছে অস্ত্রটি রেখে গেছে।

সর্বশেষ খবর