শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তিতে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫টি বিষয়ে গবেষণা পরিচালনাসহ বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচিগুলো ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ। কর্মসূচির মধ্যে আছে- বিষয়ভিত্তিক সেমিনার, মানসিক স্বাস্থ্যমেলা, জব ফেয়ার, অ্যালামনাই সপ্তাহ ও প্লাটিনাম জুবিলি মিলনমেলা আয়োজন এবং অ্যাসোসিয়েশনের ইতিহাস-ঐতিহ্য সংবলিত একটি গ্রন্থ প্রকাশ প্রভৃতি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ টিএসসিতে অ্যালামনাই সংগঠনগুলোর কর্মকর্তাদের পুনর্মিলনী ও সম্মাননা প্রদান করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য এবং অ্যালামনাইদের মধ্যে থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহীকে সম্মাননা প্রদান করা হবে। আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ জানান, এ বছরের নভেম্বরে প্লাটিনাম জুবিলি মিলনমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে। ৭৫টি গবেষণা পরিচালনার বিষয়ে তিনি জানান, এ বিষয়ে একটি উপ-কমিটি করা হয়েছে। কারা গবেষণার জন্য মনোনীত হবেন, এ বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবে। আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে কাজ গবেষণা করা সেটিকে আরও ত্বরান্বিত করা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, যুগ্ম মহাসচিব এ কে এম আফজালুর রহমান বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর