রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
গোলটেবিল বৈঠকে বক্তারা

ইসলামবিরোধী শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলন আয়োজিত ‘বর্তমান শিক্ষাক্রম ও পাঠ্যসূচি : আমাদের জাতিসত্তার ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, ইসলামবিরোধী শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তক বাতিল করতে হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আহমদ আলী কাসেমী, কাজী আবুল খায়ের, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকন, ডা. মো. মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মো. তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা মুহাম্মদ কাজী আবু বকর সিদ্দিক, অধ্যাপক মুহাম্মদ মুহিব্বুল্লাহ নাসির, মাওলানা ফারুক আহমদ, আমির মোস্তফা বশীরুল হাসান, মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, ‘সরকার ইসলামকে নির্বাসনে পাঠাতেই পাঠ্যপুস্তক থেকে সব বিতাড়িত করেছে। ইসলাম বিদ্বেষী বিষয় শিক্ষাব্যবস্থায় সংযোজন করে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। কোমলমতি শিশুদের চারিত্রিকভাবে ধ্বংস করা হচ্ছে। ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে এদেশে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র হিসেবেই এ শিক্ষা কারিকুলাম ও শিক্ষাব্যবস্থা।’

সরকারকে হুঁশিয়ারি করে নেতারা বলেন, ‘৯০ ভাগ মুসলিম অধ্যুষিত এ দেশে কোনোভাবেই ইসলামবিরোধী এই শিক্ষা কারিকুলাম ও শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দেশবাসী শাহাদাতের নজরানা পেশ করতে প্রস্তুত। সরকারের ভিত মাকড়সার জালের চেয়েও দুর্বল। সরকারের পক্ষে জনমত নেই। এ বিষয়টি সরকারকে মনে রাখতে হবে। তৌহিদি জনতা মাঠে নামলে কোনো পরাশক্তি সরকারকে রক্ষা করতে পারবে না।’

তাই সরকারের প্রতি আবারও আহ্বান, অবিলম্বে বিতর্কিত সব বই প্রত্যাহার করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর