মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরার স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী পেয়ে খুশি কুমিল্লার শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি

বসুন্ধরার স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী পেয়ে খুশি কুমিল্লার শিক্ষার্থীরা

কুমিল্লার লালমাই উপজেলায় অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল উপজেলা সদরের বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এই শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

‘শুভ কাজে সবার পাশে’ এ স্লোগানে কুমিল্লার লালমাই উপজেলায় অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী উপহার দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। গতকাল উপজেলা সদরের বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এই শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের কাছ থেকে এমন উপহার পেয়ে হাসি ফুটেছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মুখে। সুধীজনরা বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগের প্রশংসা করেন। শুভসংঘের লালমাই উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান    অতিথির বক্তব্য রাখেন লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার। বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সহসভাপতি ও কালের কণ্ঠের লালমাই উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, বিদ্যালয়ের অভিভাবক সদস্য হারুনুর রশিদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আবদুর রহমান, লালমাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. কামাল হোসেন, শুভসংঘের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, উপজেলা কমিটির সহসভাপতি ডা. কাউছার আহমেদ জুয়েল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর