রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রূপগঞ্জে বেদে পল্লীর শতাধিক পরিবার পেল বসুন্ধরার কম্বল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জে বেদে পল্লীর শতাধিক পরিবার পেল বসুন্ধরার কম্বল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা শুভসংঘ গোলাকান্দাইল শাখার (রূপগঞ্জ) উদ্যোগে বেদে পল্লীর শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে আমলাবো এলাকায় বেদে পল্লীর শতাধিক শীতার্ত পরিবারকে এ কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হকসহ বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও কালের কণ্ঠ রূপগঞ্জ প্রতিনিধি এস এম শাহাদাত, শুভসংঘ রূপগঞ্জ শাখার সদস্য নুর আলম মিয়া, তুহিন মিয়া, মাকসুদুল তুষার, জসিম উদ্দিন, সাংবাদিক আলআমিন, শাহেল মাহমুদ, রবিউল ইসলাম, বেদে সরদার রোমান মিয়া, মুনসুর সরদার, সাগর সরদার প্রমুখ। বেদে সরদার রোমান মিয়া বলেন, বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ শাখার উদ্যোগে বেদে পল্লীর দরিদ্র শীতার্ত মানুষদের শীতের কম্বল দিয়েছে। এতে দরিদ্র মানুষের কষ্ট লাঘব হবে। শুভসংঘের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। কম্বল পেয়ে বেদে সরদার মুনসুর মিয়া বলেন, বসুন্ধরা গ্রুপের শুভসংঘ যে ভাবে দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে এভাবে প্রত্যেকটি বিত্তবান মানুষ যদি আমাদের দিকে কাজ করেন তাহলে সমাজে আমাদের দরিদ্র লোক কষ্টে থাকবে না। কম্বল পাওয়া বেদে পল্লীর বৃদ্ধারা আমেনা খাতুন বলেন, প্রাণ খুলে দোয়া করি বসুন্ধরা গ্রুপ শুভসংঘের পরিবারের জন্য। বেদে পল্লীর বৃদ্ধ রাহিমা বেগম বলেন, ‘কী যে শীত বাবারা, বুঝাতে পারব না। কেউ তো কিছু দেয় না। জীবনটাও শেষের পথে। বসুন্ধরা শুভসংঘর এই কম্বলডা দিয়ে এই শীতটা পার করুম।’ বেদের পল্লীর সরদার সাগর শুভসংঘকে বলেন, ‘আমাদের খোঁজখবর তো কেহ লয় না। আপনারা নিয়েছেন। আমার বস্তির লোকদের শীত নিবারণের জন্য কম্বল দিয়েছেন।’ বেদের পল্লীর বাসিন্দা বৃদ্ধা আকলিমা বলেন, ‘আমারা নতুন কম্বল পেলাম তাতে আমি ভারি খুশি।’ বেদে পল্লীর সালেহা বলেন, ‘আমার পরিবার কম্বল পেল, এইবার শীতটা দূর করবার পারুম।’ বিধবা মিলিবানু বলেন, ‘তীব্র শীতে কম্বলটা খুব উপকারে আসবে। আশীর্বাদ করি বসুন্ধরা শুভসংঘের পরিবারকে, তারা আরও বড় হোক।’

দক্ষিণ বাড্ডায় কম্বল বিতরণ : রাজধানীর দক্ষিণ বাড্ডায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে বাড্ডা জাগরণী সংসদ প্রাঙ্গণে দরিদ্রদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. গিয়াস উদ্দিনের সৌজন্যে এক হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় ক্রীড়া বিষয়ক সামাজিক সংগঠন বাড্ডা জাগরণী সংসদ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম গনি তাপস, বাড্ডা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য হাবিবুর রহমান সাচ্চা, বাড্ডা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাগরণী সংসদের সদস্য সচিব আবদুল্লাহ আল কামাল লালা, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম সাগর, নিউ বাড্ডা থিয়েটারের সভাপতি ওয়াকিল বাবু প্রমুখ। মেরুল বিশ্বরোড থেকে শুরু করে বাড্ডা লিংক রোড, হাতিরঝিল, পুলিশ প্লাজা পর্যন্ত বিস্তৃত এলাকার গরিব-অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর