রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইউএস এগ্রিমেন্ট অ্যাপে প্রতারণা

নিঃস্বদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ইউএস এগ্রিমেন্ট অ্যাপে বিনিয়োগ করে রাজশাহীর প্রতারিত ব্যক্তিরা মানববন্ধন করেছেন। গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর কাদিরগঞ্জে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রতারিত শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা বিনিয়োগ করা টাকা ফেরত পেতে সরকারের পদক্ষেপ কামনা করেন। একই সঙ্গে প্রতারকদের গ্রেফতারের দাবি জানান। ভুক্তভোগীরা বলছেন, ইউএস এগ্রিমেন্টের মাধ্যমে বিনিয়োগের নামে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ জন্য তাদের ১ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে রেমিট্যান্স হিসেবে ১১ হাজার ২০০ টাকা করে মুনাফা দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল। বিদেশি অ্যাপের কথা বলে বিনিয়োগ করানো হলেও বাস্তবে এটি দেশীয় প্রতারকচক্রের একটি অ্যাপ। এই অ্যাপে রাজশাহীর শতাধিক ব্যক্তি অন্তত ৫০ কোটি টাকা বিনিয়োগ করেন। সারা দেশে বিনিয়োগকারী প্রায় দুই হাজার। প্রতারকদের হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ প্রায় ২০০ কোটি। এই প্রতারণার ঘটনায় রাজশাহীতে সম্প্রতি দুটি মামলা হয়েছে। এরপর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন বিভাগে চিঠি দিয়েছে পুলিশ। মানববন্ধন কর্মসূচিতে নগরীর শিরোইল এলাকার বাসিন্দা সুফি আবদুল নাঈম বলেন, তিনি একটি ব্যাংকে দীর্ঘদিন চাকরি করে অবসর নিয়েছেন। হাতে টাকা ছিল। এক মামার মাধ্যমে অ্যাপটির বিভাগীয় প্রধান ওহেদুজ্জামান সোহাগের সঙ্গে তার পরিচয় হয়েছিল। সোহাগ তাকে বেশি মুনাফার লোভ দেখিয়ে এই অ্যাপে বিনিয়োগ করান। তিনি নিজে বিনিয়োগ করেছিলেন ৩৫ লাখ টাকা।

 আত্মীয়স্বজনের মিলিয়ে বিনিয়োগ করা টাকার পরিমাণ ৯৮ লাখ। তারা সবাই নিঃস্ব^ হয়ে গেছেন।

                চাঁপাইনবাবগঞ্জের শরিফুল ইসলাম বলেন, ‘আমি নিজে ৯ লাখ টাকা বিনিয়োগ করেছিলাম। আরও কয়েকজনকে আমি বিনিয়োগ করিয়েছিলাম ৩৫ লাখ টাকা। কেউ এক টাকাও লাভ পাইনি। যাদের আমি বিনিয়োগ করার কথা বলেছিলাম, পরে তাদেরকে আমার জরিমানা দিতে হয়েছে। জায়গা-জমি বিক্রি করে আমি জরিমানা দিয়ে নিঃস্ব হয়ে গেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর