রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

উন্নয়নের পথে হাঁটছি, পেছনে টানলে ব্যবস্থা : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

উন্নয়নের পথে হাঁটছি, পেছনে টানলে ব্যবস্থা : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আমরা কোনো সন্ত্রাস সহ্য করব না। আমরা উন্নয়নের পথে হাঁটছি। আমাদের পেছনের দিকে আর নিয়ে যাওয়া যাবে না। যারা পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ঈদগাহ মাঠে গতকাল দুপুরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপজেলার বড়বাজার-ধরখার সড়কের বনগজ এলাকায় নবনির্মিত সেতু উদ্বোধনকালে স্থানীয় আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে বাংলাদেশের মানুষ যেন কষ্টে থাকে সে ব্যবস্থা করা। ২০১৪ সালে আমরা যখন নির্বাচন করতে গিয়েছি, তখন তারা (বিএনপি-জামায়াত) নির্বাচন বয়কটের নামে অগ্নিসন্ত্রাস করেছে। ২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপি-জামায়াত মনোনয়নবাণিজ্য করেছে।

 ২০২৪ সালের নির্বাচনেও তারা সে রকম ষড়যন্ত্র করেছিল। মানুষের কাছে তারা ভোটের জন্য আসে না। তারা মনে করে বিদেশে তাদের কিছু মুরুব্বির কাছে কান্নাকাটি করলে তাদের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসাতে পারে কি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর