রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কুমিল্লায় অস্ত্রের মহড়ার ঘটনায় গ্রেফতার ১৬

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর সার্কিট হাউস ও ঈদগাহ মোড় এলাকায় অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খুঁজতে মাঠে কাজ করছে। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব জানান কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান।

পুলিশ সুপার জানান, শুক্রবার কিশোর অপরাধীদের রতন গ্রুপ ও ঈগল গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০টি দেশি অস্ত্র, নয়টি ককটেলসহ ১৬ কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। রতন গ্রুপ ও ঈগল গ্রুপ আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন সময় তুচ্ছ বিষয়ে সংঘাতে জড়িত হয়। উভয় গ্রুপ দেশি অস্ত্র ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুজন আহত হয়। জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক চারটি মামলা হয়েছে।

এর আগে ৩০ জানুয়ারি কুমিল্লা নগরীর গোবিন্দপুরে ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়ার দেয় কিশোর গ্যাং সদস্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর