রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সুগার মিল চালু করতে কমিটি তিন মাসেও কার্যকারিতা নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের একমাত্র ভারী শিল্পকারখানা শ্যামপুর সুগার মিলের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ রয়েছে। গত বছরের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর জিলা স্কুল মাঠে জনসভায় শ্যামপুর সুগার মিল চালুর চিন্তা রয়েছে উল্লেখ করে বক্তব্য দিয়েছিলেন। এরপর শ্যামপুর সুগার মিল চালুর উদ্যোগ নেওয়া হয়। চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে শীর্ষ আট কর্মকর্তাকে নিয়ে গত বছরের ৯ নভেম্বর কমিটি গঠন করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। কমিটির প্রধান করা হয় বিএসএফআইসির উৎপাদন ও প্রকৌশল বিভাগের পরিচালককে। নির্দেশও  দেওয়া হয় ১০ কার্যদিবসের মধ্যে মতামত সংবলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের। কমিটি গঠনের তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আবারও রংপুরের আখ চাষিদের মাঝে হতাশা নেমে এসেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, রংপুরের শ্যামপুর সুগার মিল, পাবনা সুগার মিল, পঞ্চগড় সুগার মিল, সেতাবগঞ্জ সুগার মিল, রংপুর সুগার মিল ও কুষ্টিয়া সুগার মিলে ২০২০ সালের ডিসেম্বরে চিনি উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। 

সে সময় সংস্কার ও আধুনিকায়নের উদ্দেশেই কারখানাগুলো আপাতত বন্ধ করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত চিনি কলগুলো চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বন্ধ চিনিকলগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দফতরে  প্রস্তাবনা পাঠালেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর