রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যে নিজেকে জয় করতে পারে সেই সফল মানুষ : ঢাবি উপাচার্য

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, যে নিজেকে জয় করতে পারে, সে হলো সফল মানুষ। আর নিজেকে জয় করার অর্থই হলো নিজেকে জানা। গতকাল দুপুরে লক্ষ্মীপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের যুগপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সফলতা কঠিন পরিশ্রম, কঠোর অধ্যবসায় এবং কঠিন ডিটারমাইন্ডের ওপর নির্ভর করে। প্রিন্সিপাল কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মোস্তফা কামাল মজুমদার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর