মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রমজানে খেজুরের দাম নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

রমজানে খেজুরের দাম নিয়ে শঙ্কা

রমজানে খেজুরের মূল্য বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান সংগঠনটির নেতারা। তারা বলেন, শুল্ক বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে দাম বাড়তে পারে। এক্ষেত্রে প্রতি কেজি খেজুরের দাম ৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কামাল, সহসভাপতি জিল্লুর রহমান, উপদেষ্টা শামসুল হক, মনির হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনূস, কোষাধ্যক্ষ আবদুর রহমান প্রমুখ। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার

অ্যাসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম বলেন, যেখানে আগে শুল্ক ছিল প্রতি কেজিতে ৫ টাকা ৪৫ পয়সা থেকে ২১ টাকা ৮৪ পয়সা, সেখানে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত শুল্ক দিতে হচ্ছে প্রতি কেজিতে ৬৫ টাকা থেকে ১৮০ টাকা। ৭ ফেব্রুয়ারি ১০ শতাংশ শুল্ক কমানো হলেও প্রতি কেজিতে শুল্ক থাকছে ৫৪ টাকা থেকে ১৪৬ টাকা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর