শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

খালেদার গ্যাটকো মামলার পরবর্তী শুনানি ৬ মার্চ

নিজস্ব প্রতিবেদক

গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অব্যাহতি আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন এ দিন ধার্য করেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকি কার্যক্রম চলছে। বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা তার অব্যাহতির আবেদনের আংশিক শুনানি করেন। এরপর শুনানি মুলতবি রাখার আবেদন করেন তারা। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ৬ মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক)-এর পক্ষে চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করা হয়। এ মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর