শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

একই কেন্দ্রে আধাঘণ্টা আগে-পরে পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হলেও একটি কক্ষে আধা ঘণ্টা দেরিতে প্রশ্নপত্র দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন দেরিতে দিলেও উত্তরপত্র ঠিক সময়ে নিয়ে নেওয়া হয়। যার কারণে পরীক্ষায় অংশ নেওয়া ৪০ শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর লিখতে পারেনি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিবাদ জানালে প্রধান শিক্ষক ওই শিক্ষার্থীদের আধা ঘণ্টা সময় বাড়িয়ে দিয়ে আবার পরীক্ষা নেন। একই সঙ্গে ওই ঘটনায় দায়ী পর্যবেক্ষক দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

গতকাল এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে এ ঘটনা ঘটে। জানা যায়, বহুনির্বাচনি ও সৃজনশীল পরীক্ষার মাঝখানে কোনো বিরতি না থাকলেও কলেজিয়েট স্কুল কেন্দ্রের ১০৮ নম্বর কক্ষের দুই পর্যবেক্ষক বহুনির্বাচনি পরীক্ষা শেষ হওয়ার পর পরই সৃজনশীল পরীক্ষার প্রশ্নপত্র না দিয়ে দিই-দিচ্ছি করে আধা ঘণ্টা পার করে দেন। পরে আরেকটি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেখে ১১টা ২ মিনিটে প্রশ্নপত্র দেন। কিন্তু বিলম্বে প্রশ্নপত্র সরবরাহ করলেও ঠিক বেলা ১টায় উত্তরপত্র নিয়ে নেন। এ বিষয়ে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমার কেন্দ্রের একটি কক্ষে দুই পর্যবেক্ষকের ভুলে ৪০ শিক্ষার্থীকে প্রশ্নপত্র দেরিতে দেওয়া হয়েছে। পরে বিষয়টি জানতে পেরে তাদের আধা ঘণ্টা সময় বাড়িয়ে দিয়েছি। তারা ঠিকঠাকমতো পরীক্ষা দিয়েছে। দায়িত্বে অবহেলার কারণে ওই কক্ষের পর্যবেক্ষক আবুল কালাম ও রেজাউল করিমকে তৎক্ষণাৎ শোকজ করা হয়েছে। শোকজের জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর