শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভয়াবহ আর্থিক নৈরাজ্য বিরাজ করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে এক ভয়াবহ আর্থিক নৈরাজ্য বিরাজ করছে। গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, সারা দেশে তীব্র গ্যাসের সংকট থাকলেও এরই মধ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোরও তৎপরতা শুরু হয়েছে। ইতোমধ্যে উত্তরাঞ্চলের চারটি জেলায় গ্যাস সংগ্রহ বন্ধ হয়ে গেছে। গ্যাসের সংকটে সার কারখানা থেকে শুরু করে শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম। তিনি আরও বলেন, আবারও ওয়াসার পানির দাম বৃদ্ধির তোড়জোড় শুরু হয়েছে।

ঢাকা ওয়াসা লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরেও অন্যায়ভাবে পানির মূল্যবৃদ্ধির আয়োজন চলছে। অযৌক্তিকভাবে ওয়াসার পানির মূল্যবৃদ্ধি হলে নাগরিক জীবনে আরেকটি নতুন সংকট তৈরি হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর