শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভুল চিকিৎসায় কর্মকর্তার মৃত্যু, রাস্তায় শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের চিকিৎসকদের ভুল চিকিৎসায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শাবি কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে গিয়ে মানববন্ধন করেন। শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অভিযুক্ত চিকিৎসকদের দ্রুত শাস্তি দাবি করেন বক্তারা। মাউন্ট এডোরা হাসপাতালের উপ-পরিচালক মো. তানভীর-উজ-জামান বলেন, অভিযোগের বিষয়ে হাসপাতালের ক্লিনিক্যাল অডিট কমিটি তদন্ত করেন। তদন্তের রিপোর্ট অনুযায়ী সাহেদ আহমেদের শারীরিক জটিলতার সঙ্গে সার্জারির কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে। বিষয়টি পরে শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়। মাউন্ট এডোরা হাসপাতাল কোনোভাবে সাহেদের মৃত্যুর জন্য দায়ী নয়। শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহমদ মাহবুব ফেরদৌসী বলেন, সাহেদের মৃত্যুর জন্য আমরা ডা. খালেদ মাহমুদ ও ডা. শাহ কামালকে এককভাবে দোষারোপ করছি।

একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মাউন্ট এডোরা হাসপাতালের এমডি ডা. আখতারুজ্জামানেরও শাস্তি দাবি করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর