শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় ভোট শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ কার্যকরি কমিটির ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলের ২২ প্রার্থী। এবারের নির্বাচনে মোট ভোটার ৯৬৫ জন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. গোলাম কবির বাদল ও সম্পাদক পদে খান মো. মোর্শেদ।

অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন সাদেকুর রহমান লিঙ্কন ও সম্পাদক পদে মির্জা মো. রিয়াজ হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর