শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আইডিয়ালের সেই আতিকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের সাময়িক বহিষ্কৃত ও আলোচিত উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অভিযোগ, আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ ও ৪৭টি ব্যাংক হিসাবে ৭ কোটি ২৬ লাখ টাকার সন্দেহভাজন লেনদেন করেছেন তিনি। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্পদের হিসাব চেয়ে নোটিসের প্রেক্ষিতে আতিকুর রহমান খান ২০২২ সালের ৬ অক্টোবর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। যেখানে আতিক ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার ৩৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া দুদকের অনুসন্ধানে তার নামে জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি ৩৫ লাখ ১ হাজার ১৩০ টাকার সম্পদের খোঁজ মিলেছে। অন্যদিকে দুদকের অনুসন্ধান কর্মকর্তা আতিকের ৪৭টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৯ টাকার লেনদেনের তথ্য পেয়েছে। যার কোনো ব্যাখ্যা পাননি অনুসন্ধান কর্মকর্তা। তাই মামলার এজাহারে ওই অর্থের অবৈধ প্রকৃতি, উৎস ও অবস্থান গোপন করার ছদ্মাবরণে মালিকানা নিয়ন্ত্রণ করার অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর