রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাম আন্দোলন ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত চলছে : সিপিবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, এ দেশে জনস্বার্থের আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন ও কমিউনিস্ট পার্টি ধ্বংস করার ষড়যন্ত্র বিভিন্ন সময় হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে কেনাবেচা ও দল ভাঙা গড়ার মধ্য দিয়ে নীতিহীন রাজনীতির চেহারা আরও পরিষ্কারভাবে ফুটে উঠেছে। কমিউনিস্ট পার্টি ও নীতিনিষ্ঠ বামপন্থিরা এর মধ্যেও নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখে দুঃশাসনবিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে। এ সময়ও বামপন্থি দল ও বাম আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার নানামুখী চক্রান্ত চলছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন। বিবৃতিতে নেতারা আরও বলেন, যে কোনো ষড়যন্ত্র উপেক্ষা করে দুঃশাসনের অবসান, ব্যবস্থা বদল ও বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখা হবে। অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশ, বিদেশে পাচারের টাকা উদ্ধার, খেলাপি ঋণ আদায়, এর সঙ্গে জড়িত ও দায়ীদের শাস্তি, আর্থিক খাতে অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করাসহ সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে আগামী ১৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ, বাংলাদেশ ব্যাংক অভিমুখে মিছিল ও ব্যাংকের সামনে বিক্ষোভ করবে বাম গণতান্ত্রিক জোট। একই দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

১৯ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিপিবি নেতৃবৃন্দ বলে, টাকা পাচার, ব্যাংকের টাকা লুট স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। ক্ষমতাসীনদের সঙ্গে যোগসাজশ ছাড়া এ ধরনের অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি করা সহজ নয়। এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেই জনগণের অর্থ রক্ষা করতে হবে। সিপিবি যে কোনো ষড়যন্ত্র উপেক্ষা করে দুঃশাসনের অবসান, ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, জনজীবনের সংকট দূর করতে ও ব্যবস্থা বদল এবং বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর