রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় নগরীর বগুড়া রোডে কবি জীবনানন্দ মিলনায়তনে কবিতা পরিষদের আয়োজনে কবির প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে কবিতা পাঠের আয়োজন করা হয়। উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিএম কলেজ মাঠে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ। এ সময় বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আল-আমিন সরোয়ার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক, সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন উত্তরণের কর্মীরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর