রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মেঘনা নদীতে নিখোঁজের তিন দিন পর মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা ছাত্র মো. সাব্বির হোসেনের (১৯) লাশ তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে নৌ পুলিশ। এর আগে বুধবার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তিনি। মো. সাব্বির হোসেন (১৯) ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা মো. মাহতাব হোসেনের ছেলে এবং ঢাকার বায়তুল আমান মাদরাসার ছাত্র ছিলেন। সাব্বিরের গ্রামের বাড়ি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে। ছোটবেলা থেকে পরিবারের সঙ্গে ঢাকার হাজারীবাগ এলাকায় থাকতেন তিনি। তার বাবা একজন রিকশাচালক। হিজলা নৌ-পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম জানান, হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামে খালা বাড়ি বেড়াতে এসেছিলেন সাব্বির। গত বুধবার দুপুরে মামা নাছিরউদ্দিনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যান তিনি। সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে নদীতে ডুবে নিখোঁজ হয় সাব্বির। গতকাল সকালে মেঘনা নদীর বড়জালিয়া গ্রামের ইয়ামিন মুন্সির ইটভাটা এলাকার অদূরে তার লাশ ভেসে ওঠে।

সর্বশেষ খবর