রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
নিপীড়নবিরোধী মঞ্চ

জাবির ভর্তি পরীক্ষা বিঘ্নিত হলে দায় প্রশাসনকে নিতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান ধর্ষণবিরোধী আন্দোলনের মুখে ২২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা কোনোভাবে বিঘ্নিত হলে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফরম ‘নিপীড়নবিরোধী মঞ্চ’। গতকাল বিকালে জাবির নতুন কলা ও মানবিক অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিপীড়নবিরোধী মঞ্চের সদস্য সচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি জাবিতে সংঘটিত ধর্ষণের পর থেকে ধর্ষণ ও নিপীড়নবিরোধী আন্দোলনে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের আবাসিক হল থেকে বের করা ও মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ পাঁচ দফা দাবি জানায় নিপীড়ন বিরোধী মঞ্চ। কিন্তু এ ঘটনায় কোনো ব্যবস্থা নিতে প্রশাসনকে দেখা যায়নি।’

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী হাসিব জামানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ, ফার্মেসী বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর