রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা আইভীর, তালা কার্যালয়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন না করে মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মেয়র আইভী তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই ঘটনায় নারায়ণগঞ্জ সিটির ১৬ নম্বর ওয়ার্ডের পদবঞ্চিত নেতা-কর্মীরা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা দিয়েছেন। ওই সময় মহানগর আওয়ামী লীগের সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিভিন্ন স্লোগান দিয়েছেন তারা। শুক্রবার রাত ৮টার দিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের গেটে পদবঞ্চিতরা তালা ঝুলিয়ে দেন। এদিকে আওয়ামী লীগ অফিসে তালা দেওয়ার ঘটনায় গতকাল নারায়ণগঞ্জ টক অব টাউনে পরিণত হয়। এ নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। নেতা-কর্মী ও দলীয় সূত্রে জানা গেছে, ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে পদবঞ্চিতরা দলীয় কার্যালয়ে তালা দেন। তারা ঘোষিত ওয়ার্ড কমিটি ভুয়া বলে স্লোগান দেন। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা জানান, সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তবে কার্যালয়ে তালা দেওয়ার অধিকার কারও নেই। আমি অনুরোধ করি যারা এই কাজ করেছেন তারা তালা খুলে দেবেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

১২ ফেব্রুয়ারি রাতে মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা এই কমিটির অনুমোদন দেন। এরপর থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিতর্কিতদের কমিটিতে রাখা হয়েছে বলে অভিযোগ করেন অনেকে।

সর্বশেষ খবর