শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৪৭ জনের অপারেশন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৪৭ জনের অপারেশন

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে গরিব-দুস্থ ৪৭ জনের চোখের ছানি, মাংস বৃদ্ধি ও নেত্রনালির অপারেশন করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত দুই দিনে এ ফ্রি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. মজুমদার গোলাম রাব্বি ও ডা. আক্তার ফেরদৌসি জাহান। বিনা খরচে চোখের অপারেশনের পর চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের বাসিন্দা মাসিদুল হক (৭৪) বলেন, আমি দর্জির কাজ করি। এক যুগের বেশি সময় ধরে চোখে ঠিকমতো দেখি না। কাজ করতে কষ্ট হয়। অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারিনি। এখানে আমাকে বিনা খরচে অপারেশন করে দিয়েছে। আসা-যাওয়া, থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। যারা আমার মতো গরিবের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন তাদের সব নেক বাসনা পূরণ করেন। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকেই গরিব ও দুস্থ রোগীদের চোখের চিকিৎসায় এ ধরনের উদ্যোগ চলমান রয়েছে। সারা দেশে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পের মাধ্যমে এ পর্যন্ত বিনামূল্যে প্রায় তিন হাজার রোগীর অপারেশন করা হয়েছে। এ ক্যাম্পটি ১৬ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। ১ হাজার ২০০ রোগী দেখে ৪২০ জন রোগী বাছাই করা হয়। সেখান থেকে এই ধাপে ৪৮ জনকে অপারেশনের জন্য আনা হয়। শারীরিক ত্রুটির কারণে একজনের অপরেশন করা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর