শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মতপ্রকাশের স্বাধীনতার ছিটেফোঁটাও নেই : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এখন মতপ্রকাশের স্বাধীনতার ছিটেফোঁটাও নেই। সরকারি সংস্থাগুলোকে গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য নানাভাবে কাজে লাগিয়ে তাদের মিথ্যা জয়গান প্রচার করেও শান্তি পাচ্ছে না তারা। এবার মানুষের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে সংসদে দাঁড়িয়ে হুমকি দেওয়া হচ্ছে। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘মিথ্যা তথ্য ও মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধে জাতীয় সংসদে আইন আনা হবে।’ আইনমন্ত্রীর এ বক্তব্য উল্লেখ করে রিজভী আহমেদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশি ও বিদেশি কিছু মিডিয়ায় ক্ষমতাসীনদের অনেক অপকর্ম প্রকাশিত হচ্ছে। সেটিও যাতে প্রকাশ হতে না পারে সেজন্য কিছুদিন আগে সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হয়েছে।

সরকারের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে সে জন্যই একের পর এক ড্রাকোনিয়ান আইন তৈরি করছে এ সরকার।

এ সময় গাইবান্ধা, পিরোজপুর, সাতক্ষীরা ও ঢাকা জেলাসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ এবং গ্রেফতারদের মুক্তির দাবি জানান রিজভী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর