শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকসহ দুজনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের রায়পাশা শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকসহ দুজনকে ৩ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। গ্রাহকের সঞ্চয়ের টাকা জমা না দিয়ে আত্মসাতের দায়ে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ গত বুধবার বিকালে আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রায়পাশা শাখা গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও একই ব্যাংকের কর্মকর্তা মো. শাহ আলম। দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে এবং শাহ আলম বাগেরহাটের শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের হাতেম আলীর ছেলে। আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার জানান, তৎকালীন শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন ও কর্মকর্তা মো. শাহ আলম গ্রামীণ ব্যাংকের এক নারী গ্রাহকের সঞ্চয়ের ১৩ হাজার ৮০০ টাকা জমা নেওয়ার মেমো দেন।

 কিন্তু ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন তারা।

এ ঘটনায় ২০১২ সালের ৩১ ডিসেম্বর দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৩১ মে একই কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন। মামলা চলাকালে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের উপরোক্ত দন্ডাদেশ দেন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর