শুক্রবার, ১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ভারতে অন অ্যারাইভাল ভিসা চালু হলে জটিলতা মিটবে : খালিদ

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে প্রবেশের ক্ষেত্রে অন অ্যারাইভাল ভিসার দাবি জানালেন বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তার অভিমত চিকিৎসা শিক্ষাসহ জরুরিভিত্তিতে ভারতে আসতে গেলে ভিসা পেতে খুব সংকট তৈরি হয়। অন অ্যারাইভাল ভিসা চালু হলে সেই সমস্যা মিটবে বলে মনে করেন তিনি। গতকাল কলকাতার দ্য বেঙ্গল ক্লাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাঙালির আত্মত্যাগ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন খালিদ। মন্ত্রী বলেন, আমি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। এ ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে। আগামী দিনে যদি অন অ্যারাইভাল ভিসা চালু হয়ে যায় আমাদের জন্য আরও সুবিধা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, অর্থনীতিবিদ ও পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘের সভাপতি শিশির বাজোরিয়া প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লালন শিল্পী ফরিদা পারভীন, বীর মুক্তিযোদ্ধা বংশীবাদক শিল্পী গাজী আবদুল হাকিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর