বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পায়রা বন্দরে উন্নয়ন কাজ বন্ধ

চাঁদা না পেয়ে ছাত্রলীগ নামধারীদের বাধা, হামলায় আহত ৫

পটুয়াখালী প্রতিনিধি

চাঁদা চেয়ে না পাওয়ায় দেশি-বিদেশি দুই ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার জেরে নয় দিন ধরে বন্ধ পায়রা বন্দরের উন্নয়নমূলক কাজ। ছাত্রলীগ নামধারী একদল যুবক ২৬ ফেব্রুয়ারি চাঁদার দাবিতে ঠিকাদার প্রতিষ্ঠানের সাইট অফিসে ভাঙচুর চালায়। তাদের হামলায় ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ আহত হয়েছেন পাঁচজন। তাঁরা কলাপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হামলার প্রতিকার বিধানের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বাংলাদেশি ঠিকাদার প্রতিষ্ঠান ওয়াটার বার্ডস লিমিটেড ও চীনা ঠিকাদার প্রতিষ্ঠান সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছে সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প পায়রা বন্দরের যথাসময়ে উদ্বোধন। অভিযোগ করা হয়েছে, হামলার নেতৃত্বে ছিলেন কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার। তবে অভিযোগ অস্বীকার করে আশিক তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো চাঁদা চাইনি। পায়রা বন্দরের কারণে আমাদের বাপদাদার জমিজমা গেছে। তাই এখানে আমরা কাজ চেয়েছিলাম। কাজ পাইনি। না পাওয়ায় কাজে বাধা দিয়েছি। সেজন্য আমাদের সঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠানের ঝামেলা হয়েছে।’ লিখিত অভিযোগ ও আহত প্রকৌশলী এবং ঠিকাদার প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পায়রা বন্দরের প্রথম টার্মিনালের উন্নয়ন কাজ করছে ওয়াটার বার্ডস লিমিটেড ও সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। আশিক তালুকদারের নেতৃত্বে জিতু, রনি, সজীব, মৃধা, বাশার, রাজা, তুহিন তালুকদার, উজ্জ্বল তালুকদার, জুয়েল তালুকদার ও অন্যরা ৩০টি মোটরসাইকেলে করে বহিরাগত ৭০-৮০ জনকে সঙ্গে নিয়ে পায়রা বন্দর এলাকায় ঢোকেন। তারা দুই ঠিকাদার প্রতিষ্ঠানের লোকদের বলেন, ‘প্রতি মাসে ৩০ লাখ টাকা চাঁদা দিতে হবে।’ মাসে মাসে এ টাকা না দিলে পায়রা বন্দরে কোনো ধরনের কাজই করতে দেওয়া হবে না বলে হুমকি দেন এবং কাজ বন্ধ করে দেন। এ সময় আশিক তালুকদার ও তার সঙ্গীদের হামলায় ওয়াটার বার্ডস লিমিটেডের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী জাহিদুল ইসলাম, স্টোরকিপার মনির হোসেন, ড্রাইভার দুলাল মৃধাসহ পাঁচজন আহত হন। ঘটনার পর দুই ঠিকাদার প্রতিষ্ঠান বন্দরের উন্নয়ন কাজ বন্ধ রেখেছে। ওয়াটার বার্ডস লিমিটেডের প্রধান প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ‘আশিক তালুকদারের নেতৃত্বে হামলা চালালে আমাদের কর্মীরা আহত হন।

আমরা দুই ঠিকাদার প্রতিষ্ঠান পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত মে মাসে কলাপাড়া উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।

উপজেলায় এখন কোনো কমিটি নেই।

আশিক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। কেউ ছাত্রলীগ কমিটির নেতা পরিচয়ে বা ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য কোনো ধরনের অপকর্ম করলে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে। জেলা ছাত্রলীগ অপকর্মে লিপ্ত কাউকে প্রশ্রয় দেবে না।’

পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, ‘প্রকল্পের কাজে নিয়োজিত চীনা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার জাহিদুল ইসলামের লিখিত অভিযোগ পেয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা। কাজ বন্ধ থাকায় সমস্যা হচ্ছে। কাজ না হলে যথাসময়ে প্রকল্প উদ্বোধন করা যাবে না।’

সর্বশেষ খবর