শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বরিশাল আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের আদালতের বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জ উদ্বোধন করা হয়েছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী বৃহস্পতিবার বিকালে ফলক উন্মোচন এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন। এ সময় বরিশাল জেলা ও দায়রা জজ এ কে এম রাশেদুজ্জামান রাজাসহ বিভিন্ন আদালতের বিচারক ও কর্মকর্তা এবং গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম উপস্থিত ছিলেন। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী বলেন, আদালতে বিচারপ্রার্থীদের পানি পান, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়ের সন্তানদের দুধ খাওয়ানোর কোনো স্থান নেই। বিষয়টি সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী দেশের সব আদালত চত্বরে ন্যায়কুঞ্জ স্থাপনের নির্দেশ দেন। সাধারণ বিচারপ্রার্থীরা   ন্যায়কুঞ্জ ব্যবহার করতে পারবেন। এখানে ৪০ জন বিচারপ্রার্থীর বসার স্থান রয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম এবং একটি ব্রেস্টফিডিং কর্নার রয়েছে। আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও টি-স্টল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর