শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রমজানের পবিত্রতা রক্ষার দাবি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলনের নেতারা। তারা বলেছেন, রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুমিন মুসলমানের পাশাপাশি সরকারেরও নৈতিক দায়িত্ব। অথচ, দুঃখের বিষয় আমাদের দেশে রমজান এলেই অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে যায়। তারা বেশি মুনাফার জন্য নিত্যপণ্যের দাম বাড়িয়ে রোজাদারদের কষ্ট দেয়। সরকারের উচিত, এদের লাগাম ট্রেনে ধরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। আয়োজক সংগঠনের আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া, মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, মাওলানা ফারুক আহমেদ, মাওলানা মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।

বক্তারা আরও বলেন, টিভি চ্যানেলগুলোতে ঈদ উদযাপনের নামে বিভিন্ন অশ্লীল নাটক, সিনেমা, গানবাজনার সয়লাব ঘটিয়ে দেয়। এসবের কারণে রোজায় ইসলামী কোনো পরিবেশ থাকে না। তাই সরকারের প্রতি আহ্বান রোজায় তাকওয়া পূর্ণ পরিবেশ বজায় রাখুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর