শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সরকারদলীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়েছে : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ, কারণ সরকার দলীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়েছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, শ্রমিকদের বেতন পরিশোধ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে গতকাল বায়তুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মিছিলপূর্ব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও মওলানা আবু হানিফ নোমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মুফতি শরাফত হোসাইন, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় হয়ে সুরমা টাওয়ারের সামনে এসে শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর