সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বিধি লঙ্ঘন করে বাড়ি নির্মাণ ১১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দক্ষিণ বনশ্রীর তিতাস রোডে সরকারি বিধিবিধান লঙ্ঘন করে বাড়ি নির্মাণের খবর পেয়ে গতকাল আকস্মিক ঘটনাস্থলে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এ সময় তিনি দেখতে পান রাস্তার পাশে কোনো জায়গা না রেখে যেখানে সেখানে নির্মাণসামগ্রী রেখে এবং নির্মাণাধীন বাড়ি নিরাপত্তার জন্য ঢেকে না রেখেই বাড়ি বানানো হচ্ছে। তিনি এ সময় উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন। দক্ষিণ বনশ্রীর হোল্ডিং ১৩-এর সামনে দেশের প্রচলিত আইন ও বিধিমালা লঙ্ঘন করে বাড়ি নির্মাণ অব্যাহত রাখায় সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ির মালিককে ১১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে কোনো নির্মাণ বা পরিবেশ দূষণ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিবেশের মানের উন্নয়নে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর