বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

চিনির কেজি ১৪০ টাকার বেশি হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চিনির কেজি ১৪০ টাকার বেশি হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, খোলা বাজারের চিনির কেজিপ্রতি সর্বোচ্চ মূল্য ১৪০ টাকার বেশি হবে না। তারা (পরিশোধনকারী মিল মালিক) আমাদের কথা দিয়েছে, তাদের যথেষ্ট মজুত আছে। প্যাকেটজাত চিনির দামও ১৪৫ থেকে ১৪৬ টাকার বেশি হবে না। সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। রমজানে চিনির দাম বাড়ার কোনো সুযোগ নেই। গতকাল ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) সম্পাদনের বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, পিঁয়াজ আমদানির জন্য ভারত থেকে অনুমোদন পেয়েছি। এখন দাম নিয়ে আলোচনা হচ্ছে। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। রমজানে খেজুরের দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানের খেজুরের শুল্ক কমানো হয়েছে। এর ফলে খেজুরের দাম কমবে।

উল্লেখ্য, প্রতি কেজি সাধারণ মানের খেজুরের দাম ১৫০ থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর