বুধবার, ১৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

যানজট নিরসনে রাস্তায় ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

যানজট নিরসনে রাস্তায় ডিএমপি কমিশনার

যানজট নিরসন করে রাস্তায় ইফতার করলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। গতকাল রমজানের প্রথম দিন বিকাল থেকেই ঢাকার রাস্তায় যানজট দেখা দিলে পুলিশ কমিশনার নিজেই রাস্তায় নেমে পড়েন। হোটেল সোনারগাঁও মোড়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে অবস্থান নেন। বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজেই রাস্তায় থেকে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। এতে করে স্বস্তি ফিরে আসে গোটা এলাকায়। যানজটে গাড়িতে বসে থাকতে হয়নি সাধারণ মানুষকে। রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে এনে সোনারগাঁও হোটেলের গোল চত্বরে প্রথম রোজার ইফতার করেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, পবিত্র রমজান মাসে পুলিশের বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে।

এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, সড়কে যানবাহন নিয়ন্ত্রণ। যানবাহন নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে। রমজানের প্রথম দিন আমি নিজে উপস্থিত থেকেই যানজট নিরসনে কাজ করেছি। এ সময় পুলিশের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যানজট নিরসন করে যাচ্ছে। তিনি বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা দরকার। যাঁরা গাড়ি ব্যবহার করছেন, যাঁরা গাড়িতে চড়ছেন এবং যাঁরা রাস্তার আশপাশে ব্যবসা করছেন; তাঁদের সহযোগিতা দরকার। তা না হলে সোয়া ২ কোটি লোক বসবাস করে, সেখানে পুলিশ রাতারাতি ট্রাফিক সমস্যা সমাধান করে দিতে পারবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর