বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বিয়ারিং প্লেট খুলে নেওয়ায় কুমিল্লায় লাইনচ্যুত ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি রেললাইন বেঁকে নয়, বহিরাগতরা রেলসেতুর বিয়ারিং প্লেট খুলে নেওয়ায় লাইনচ্যুত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। বিজয় এক্সপ্রেস দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির এক সদস্য নাম প্রকাশ না করে এ কথা বলেন। একই সঙ্গে সেতুর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবকেও ট্রেন লাইনচ্যুতের আরেকটি কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার আর্থিক ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করেনি রেলওয়ে। গ্রেফতার চার কিশোরকে কুমিল্লার একটি আদালত কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা যায়, গত রবিবার দুপুরে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনের অন্তত ১০টি শিডিউল বিপর্যয় ঘটে। এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ‘সূর্যের তাপে রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়’ বলে ধারণা করেছিল।

 ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং রেলওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলের কাছ থেকে তিনটি বিয়ারিং প্লেট উদ্ধার করেছে। রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, তদন্ত বিষয়ে কিছু পর্যবেক্ষণ পেয়েছে। এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর