বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার আসামি গ্রেফতার

যশোর

নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ইয়াছিন আলীকে (৫৭) যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ইয়াছিন আলী সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। মঙ্গলবার গভীর রাতে যশোর ক্যান্টনমেন্ট সংলগ্ন শানতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৬।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে কলারোয়া থানায় তিনটি মামলা হয়। ২০২৩ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ মামলার আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। এ রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন ইয়াছিন আলী। র‌্যাব অধিনায়ক জানান, রায় ঘোষণার পর গ্রেফতার এড়াতে ইয়াছিন আলী সাতক্ষীরা থেকে পালিয়ে যশোর শহরের বেজপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি দুটি রিকশা কিনে ও তা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াছিনের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার শানতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সর্বশেষ খবর