বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতি রোধে সিঙ্গাপুর মডেল অনুসরণের দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের নেতারা বলেছেন, দেশে দুর্নীতি ও অপরাজনীতি চলছে। একই সঙ্গে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সিঙ্গাপুরের মডেল অনুসরণ করার দাবি জানিয়েছেন তারা। গতকাল রাজধানীর বিজয় সরণির ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম বলেন, যেই বিশেষ পদ্ধতি অনুসরণ করে এবং যেসব গুণাবলীর কারণে সিঙ্গাপুর কর্তৃপক্ষ দেশটির বর্তমান প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন, সেভাবে আমাদের দেশেও নেতৃত্ব নির্বাচন করতে হবে। এ সময় দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসে দেশের গণতন্ত্র, ন্যায় বিচার, মৌলিক অধিকার ও জাতীয় স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আপসহীন থাকবে বলে উল্লেখ করেন তিনি। এতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, মেজর জেনারেল (অব.) আমসা আমিন, নূরতাজ আরা ঐশী, গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো. ফারুক হাসান, সাবেক কর কমিশনার আসাদুজ্জামান, কর্নেল (অব.) জোবায়ের উল্লাহ, ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ আয়নূল হক, ডা. শামসুল আলম প্রমুখ।

 

 

 

সর্বশেষ খবর