বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই অভিযোগে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পুলিশ পরিচয়ে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে ছিনতাই করতেন তারা। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একজন এক মামলায় সাজাপ্রাপ্ত। এই পেশাদার ছিনতাইকারী চক্রের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে রাজধানীর তেজগাঁও বিজয় সরণি মোড়ের কলমিলতা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন রাজু (৫২) ও নাজমুল (৫০)।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, তারা মূলত নিম্নবিত্ত বিদেশগামী যাত্রীদের টার্গেট করেন। এসব মানুষ সাধারণত সহজসরল হয়। তাই তারা আসার সঙ্গে সঙ্গেই প্রথমে তাদের পুলিশ পরিচয়ে ধরেন রাজু ও নাজমুল। এরপর ভয়ভীতি দেখিয়ে সঙ্গের টাকা, মোবাইল ছিনিয়ে নেন। গতকাল সকালে আল আমিন নামে একজন সৌদিগামী মেডিকেল পরীক্ষার জন্য ঢাকায় আসেন। এ সময় পুলিশ পরিচয়ে তাকে একটি সিএনজিতে তোলেন রাজু ও নাজমুল। পরে তার ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেন।

এ সময় আল আমিন চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের আটক করে। ৯৯৯-এ ফোন করলে তেজগাঁও থানা পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।

 

সর্বশেষ খবর