বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পঞ্চম গণবিজ্ঞপ্তির আগেই বদলির গণবিজ্ঞপ্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

পঞ্চম গণবিজ্ঞপ্তির আগেই বদলির গণবিজ্ঞপ্তি দাবি করেছে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকরা। গতকাল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা।

ইনডেক্সধারী বদলি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার মানববন্ধনে বলেন, সরকার বদলির উদ্যোগ নিয়ে দুটি কর্মশালার আয়োজন করলেও তা আলোর মুখ দেখেনি। এ অবস্থায় শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। আমাদের দাবি, পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে বদলির প্রজ্ঞাপন জারি করে বদলির ব্যবস্থা করতে হবে। কারণ দূর-দূরান্তে অনেক শিক্ষক প্রতিষ্ঠান প্রধান ও কমিটি কর্তৃক বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন।

সর্বশেষ খবর