শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সাইবার জগতে বুঁদ হচ্ছে শিক্ষার্থীরা

সিএমপির জরিপ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য অংশ ক্লাস ফাঁকি দিয়ে বুঁদ হচ্ছে সাইবার জগতে। জড়িয়ে পড়েছে অনলাইনভিত্তিক জুয়ায়। আসক্ত হয়ে পড়েছে হরর মুভিতে। শুধু তাই নয়, ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে পর্নোগ্রাফি ও যৌন কর্মকান্ডে। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) পরিচালিত এক জরিপে ভয়ংকর এ তথ্য উঠে এসেছে। জরিপের বিষয়ে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সিংহভাগই ক্লাসে উপস্থিত না হয়ে নানান অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। এটা ভয়ংকর চিত্র। এ সমস্যা সমাধানে স্কুল ও পরিবারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জরিপে যে তথ্য উঠে এসেছে তা নিয়ে আমরা কাজ করছি।’ জানা যায়, সিএমপির আওতাভুক্ত তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮১ শিক্ষার্থীর ওপর জরিপ চালায় সিএমপির বিশেষ শাখা। ওই জরিপে দেখা গেছে, সিংহভাগ শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সাইবার জগতে বুঁদ হয়েছে। জড়িয়ে পড়েছে অনলাইনভিত্তিক জুয়ায়। তারা জন্মদিন, ভেলেন্টাইনস ডে ও অন্যান্য উপলক্ষ সামনে রেখে পার্ক ও রেস্টুরেন্টে উদযাপন করছে বিকৃত সংস্কৃতিচর্চা। তারা সিগারেট ও মাদকের টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে অপরাধে। কথিত কিশোর গ্যাং লিডার ও বিভিন্ন রাজনৈতিক নেতার সংস্পর্শে হিরোজম হতে গিয়ে জড়িয়ে পড়ছে কিশোর অপরাধে। ক্লাস চলাকালীন বিভিন্ন পার্ক, বিনোদনের স্পট, রেস্টুরেন্ট, ডার্ক রেস্টুরেন্ট, মার্কেট ও সিনেমা হলে দেখা গেছে শিক্ষার্থীদের উপস্থিতি। এ ছাড়া রাজনৈতিক কর্মসূচিতেও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। জরিপ শেষে পাঁচটি সুপারিশ করেছে সিএমপি। যার মধ্যে রয়েছে ক্লাসে ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি না হলে নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া। ক্লাসে উপস্থিতির বিষয়ে এসএমএস পদ্ধতি চালু করা, ধারাবাহিক মূল্যায়নে ক্ষেত্রে ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করা অন্যতম। সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অস্থিরতা এবং কিশোর গ্রুপের উত্থান ও প্রসারের কারণ খুঁজতে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস রুম ফাঁকি দিয়ে অপরাধে জড়িয়ে পড়ার তথ্য উঠে আসে। এসব শিক্ষার্থী জড়িয়ে পড়ছে অসামাজিক ও সন্ত্রাসী কর্মকান্ডে। এতে পরিবার ও সমাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর