শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ভারত থেকে ১৬৫০ টন পিঁয়াজ আসছে

নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে  প্রথম ধাপে ১ হাজার ৬৫০ টন পিঁয়াজ আসছে। জিটুজি পদ্ধতিতে এ পিঁয়াজ বাংলাদেশে আসছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অধিশাখা) রেজওয়ানুর রহমান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। রেজওয়ানুর রহমান বলেন, প্রথম পর্যায়ে ১ হাজার ৬৫০ টন  পিঁয়াজ ট্রেনে করে ২৯ মার্চের (আজ) মধ্যে আসার কথা। অবশিষ্ট পিঁয়াজ পর্যায়ক্রমে আমদানি হবে। দেশের বাজারে  পিঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে জি টু জি পদ্ধতিতে পিঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়।

 বুধবার (২৭ মার্চ) ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর