মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রাম ও সিলেটে তিন অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও সিলেট অফিস

চট্টগ্রাম নগরীতে বস্তিতে আগুন লেগে ২০০ ঘর পুড়ে গেছে। গতকাল দুপুরে নগরীর কোতোয়ালি থানার মেরিনার্স রোডসংলগ্ন এয়াকুবনগর টেকপাড়া বস্তিতে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লেগে পরিত্যক্ত মালপত্র পুড়েছে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমণি শর্মা বলেন, ‘দুপুর ১টা ২০ মিনিটে আমরা বস্তিতে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে নন্দনকানন, লামারবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টার মধ্যে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’

সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে আগুন : সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে গতকাল অগ্নিকাণ্ডে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে সিলেট। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়। সকাল ৯টার দিকে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে পল্লী বিদ্যুৎ উৎপাদনের একটি লাইনে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

সর্বশেষ খবর